বাউল ফকিররা এক ঐতিহ্যবাহী এবং দর্শন নির্ভর লোকশিল্পী সম্প্রদায়। ঈশ্বরকে অন্য কোথাও খুঁজো না। খোঁজো এই মানবদেহে - এটাই তাঁদের গানের মূল কথা।
বাউল ফকিরি সম্পর্কিত প্রকাশনা বলতে বাউল ফকিরি গানের বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়েছে, বাউল গানের মহাজনি পদের সংকলন 'সহজ গীতি', মহাজনদের জীবনী নিয়ে 'মহাজননামা' নামে দুটি বই প্রকাশিত হয়েছে। লালন ফকিরের জীবনী 'লালন নাম মানুষটি' ছোটদের জন্য গ্রাফিক নভেল প্রকাশিত হয়েছে। বাংলা কাওয়ালি গানের উদ্ভব ও বিকাশ নিয়ে প্রকাশিত হয়েছে 'বাংলায় কাওয়ালি' নাম একটি বই।
আরো দেখুনবাউল ২০০৮ সালে ইউনেস্কোর মানবজাতির প্রতিনিধিত্বমূলক পরম্পরাগত ঐতিহ্যের (UNESCO Representative List of the Intangible Cultural Heritage of Humanity) তালিকাভুক্ত হয়েছে।