খোকনের বাবা, ঠাকুর্দা দুজনেই ছিলেন ঢোলবাদক আর তাঁদের কাছেই খোকনের বাদ্যযন্ত্রের প্রথম তালিম। একইসঙ্গে খোকন দাস ঢোল বাজানোর শিক্ষা নিয়েছেন প্রখ্যাত বাদক শ্রীদাম দাসের কাছে। খোকন বাউল-ফকিরি গানের অনুষ্ঠানে সারা বাংলা ও বাইরে বাজিয়েছেন, গিয়েছেন বিদেশেও। খোকন দাসের বাজনার অনুষ্ঠান আকাশ ৮ ও ডিডি বাংলা টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে। চেক রিপাবলিক, জার্মানি, হাঙ্গেরি ও দু’বার সুইডেনের দর্শকশ্রোতাদের মন মাতিয়েছেন।
খোকন ২০১৯-এ সুইডেনে 'উরকুল্ট ফেস্টিভ্যাল'-এ লোকগানে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেন। বয়সে তরুণ ও গুণী বাউল শিল্পী সাধু ও কাঙাল ক্ষ্যাপাও এই দলে ছিলেন। বাংলার বাউল গান ও শহরের লোকগানের ঐক্যতান আসরে দেবলীনা ভৌমিক ও দীপান্বিতা আচার্যও বাংলার লোকগানের এই অনুষ্ঠানে দর্শকের মন কাড়ে।
খোকন দাস হাঙ্গেরিতে অনুষ্ঠিত ২০১৮ সালে 'সালফোল্ডি ডালফোল্ড' উৎসবে যোগদান করেছেন। সুমন্ত দাস বাউল ও মহান তাঁতি ওই অনুষ্ঠানে ছিলেন। এই দলে ছিলেন লোকগানের গায়িকা দেবলীনা ভৌমিক। ইউরোপের এই প্রথম সারির সংগীতের অনুষ্ঠানে এই দলের গান উদ্বেলিত করেছিল।
২০১৭-র জুলাইতে চেক রিপাবলিকে আয়োজিত 'কালার্স অফ অস্ট্রাভা' সংগীত আয়োজনে অংশ নেন। তার দলে ছিল ভজন দাস বৈরাগ্য, মহান তাঁতি ও সুমন্ত দাস বাউল। ২২ জুলাই গঙ অডিটোরিয়ামের মূল মঞ্চে প্রায় ২০০০ শিল্পীর সামনে অনুষ্ঠান করেন খোকন দাস। এই দলটি ২১ জুলাই ৩০০ শিল্পীর সঙ্গে একটি কর্মশালাতেও যোগ দেন।