খোকনের বাবা, ঠাকুর্দা দুজনেই ছিলেন ঢোলবাদক আর তাঁদের কাছেই খোকনের বাদ্যযন্ত্রের প্রথম তালিম। একইসঙ্গে খোকন দাস ঢোল বাজানোর শিক্ষা নিয়েছেন প্রখ্যাত বাদক শ্রীদাম দাসের কাছে। খোকন বাউল-ফকিরি গানের অনুষ্ঠানে সারা বাংলা ও বাইরে বাজিয়েছেন, গিয়েছেন বিদেশেও। খোকন দাসের বাজনার অনুষ্ঠান আকাশ ৮ ও ডিডি বাংলা টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে। চেক রিপাবলিক, জার্মানি, হাঙ্গেরি ও দু’বার সুইডেনের দর্শকশ্রোতাদের মন মাতিয়েছেন।
২০১৮-র ১৪-১৫ জুলাই জার্মানির কার্লসুহে 'ইন্ডিয়া সামার ডেজ ফেস্টিভ্যাল'-এ মোহন তাঁতি বাঁশি বাজিয়েছিলেন। এই দলের নেতৃত্বে ছিলেন দেবলীনা ভৌমিক ও অন্যান্য বাউল গায়ক সুমন্ত দাস বাউল ও খোকন দাস। সংগীত আয়োজক ও শ্রোতাদের মধ্যে এই অনুষ্ঠানটি আলোড়ন তৈরী করেছিলেন।
হাঙ্গেরির সালফোল্ডি ডালফোল্ড মিউজিক ফেস্টিভ্যাল-এ ২০১৮-র জুলাইতে মহান অংশ নেন। বাংলার লোকগানের দলটিতে ৪ জন প্রতিনিধিত্ব করেন, দায়িত্বে ছিলেন কলকাতার গায়িকা দেবলীনা ভৌমিক যেটি সেখানকার শ্রোতাদের হৃদয় জয় করেছিল। মোহন তাঁতি ছাড়াও এ দলে ছিলেন সুমন্ত দাস বাউল ও খোকন দাস।