গানের সুর

নানা অঞ্চলে প্রচলিত জনপ্রিয় সুরগুলির বৈচিত্র্য বাউল সুরকেও প্রভাবিত করেছে। বাংলার বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চল জুড়েই বাউল গায়কদের দেখা যায়। এখানে অসংখ্য অন্যান্য লোকগানেরও চল রয়েছে। বিশেষ করে ঝুমুর, ভাটিয়ালি, কীর্তন গানের প্রভাব বাউল গানে লক্ষ্য করি আমরা। এক জায়গা থেকে আরেক জায়গায় গানের কথা ও সুর বদলে যায়, নিজেদের সাংস্কৃতিক শিক্ষা অনুযায়ীই গান পরিবেশন করেন স্থানীয় বাউলরা। যেমন লালন ফকির বাংলাদেশের কুষ্টিয়ায় বসে যে গান লিখেছিলেন সে গানই পশ্চিমবঙ্গের নদীয়া বা বীরভূমের একজন বাউল ভিন্নভাবে পরিবেশন করতে পারেন।