কোপেনহেগেন ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভাল, ডেনমার্ক, সেপ্টেম্বর ৭-৯, ২০১৭
২০১৭ সালের কোপেনহেগেন ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভাল আয়োজিত হয় ৭ই থেকে ৯ই সেপ্টেম্বর তারিখে। উৎসবের মূল লক্ষ্য ছিলো ইউরোপের সাংস্কৃতিক বিবিধতার উদযাপন এবং সাংস্কৃতিক আদানপ্রদান। ভারত, রাশিয়া, চিন, ক্যুবা, ব্রাজিল, মরোক্কো এবং বল্টিক দেশগুলি থেকে শিল্পীরা যোগদান করেন এই ফেস্টিভালে। পশ্চিমবঙ্গ থেকে গানের দল ‘ফোকস অফ বেঙ্গল’ উৎসবে অংশগ্রহণ করে। দলের সদস্য ছিলেন বাবু ফকির, গোপি খ্যাপা, বাঁশিতে মোহন তাঁতি ও তবলায় রাণা মণ্ডল। এই শিল্পীদের পরিবেশনার মাধ্যমে বাউল ফকিরি গানের অবলম্বনে বাংলার লোকগানের বিচিত্র ও সমৃদ্ধ আবহে অবগাহন করেন দর্শকবৃন্দ