‘আনন্দেতে ঘটি হারালি’ – এই গানটি লিখেছেন লব্ধপ্রতিষ্ঠ বাউল গুরু সাধন দাস বৈরাগ্য। এই গানটি তেমন এক প্রেমিকের কথা বলছে যে আনন্দের আতিশয্যে ঘটি হারিয়েছে। এই গানটিতে রূপক-অলঙ্কারের মাধ্যমে রহস্যময় ও ইঙ্গিতবাহী ভাবে গুরুভক্তির বলা হচ্ছে। গুরুর দেখানো পথেই শিষ্য খুঁজে পাচ্ছে দিব্য আনন্দ। এই খুঁজে পাওয়ার পথে যাতে ভ্রষ্ট না হয় শিষ্য, যাতে প্রেমে আত্মহারা না হয়ে আত্ম অনুসন্ধানের পথে প্রবুদ্ধ হয়, সেই ভাব-ই ‘সহজ মানুষ’-এর ভাব, যা এই গানের মর্মবাণী।