‘গৌর আর নিতাই তারা দুই ভাই’ এই গানটির রচয়িতা হেমন্ত দাস। নদিয়ার গৌর (শ্রীচৈতন্য) ও নিতাই (নিত্যানন্দ) কীভাবে প্রেম ও ভক্তিরসের মাধ্যমে বৈষ্ণবধর্ম প্রচার করলেন তা বর্ণনা করা হয়েছে। তাঁদের সন্ন্যাস গ্রহণ, গৌরাঙ্গের সন্ন্যাস-গ্রহণে বিষ্ণুপ্রিয়ার শোক, এমনকি শ্রীচৈতন্যদেবের রহস্যময় অন্তর্ধান-প্রসঙ্গেরও উল্লেখ রয়েছে এই গানে।