‘গৌরলীলার বাজারে অবাক যাই হেরে’ গানটিতে রূপক অলঙ্কারের মধ্য দিয়ে বাউল সাধনতত্ত্ব বোঝানো হয়েছে। গানটির রচয়িতা অনন্ত গোঁসাই। গৌরলীলার বাজার এক অদ্ভুত স্থান। সেইখানে ছুঁচের ছিদ্র দিয়ে হাতি পেরিয়ে যায়, আমের ভিতর জামের বীচি হয় ইত্যাদি। এই গৌড়লীলার বাজার আবার বসে হাঁসের ডিমের ভিতর, আর এইসব দেখে এক মড়া হাসতে থাকে। এই সব আপাত-আজগুবি বিষয়গুলির নিগূঢ় তাত্ত্বিক অর্থ বুঝতে পারবেন কেবল তাঁরাই যাঁরা গুরুর কাছে দীক্ষা নিয়ে বাউল সাধনার পথে অগ্রসর হয়েছেন। এই অলীক দৃশ্যকল্প এবং সঙ্গীতের মূর্ছনা গানটিকে একটি অতিপ্রাকৃত রূপ দিয়েছে, যেখানে শ্রোতারা ভাব ও ভাবনার এক অদ্ভুত মোহানায় উপনীত হচ্ছেন।