‘মরণ কারো কথা শোনে না’ গানটির রচয়িতা প্রখ্যাত ভবা পাগলা। এই গানটি বলছে যে মৃত্যু অবশ্যম্ভাবী, সে কারো কথা শোনে না, সে যে কারুর কাছে যে কোনো স্থানে যে কোনো সময়ে হানা দিতে পারে। এই মরণের বিপরীতে রয়েছে জীবন। সেই বৈপরীত্বের উদযাপন এই গান। জীবন ও মৃত্যুর দ্বৈততা অতিক্রম করে গানটি শ্রোতাদের এই মর্মে ইঙ্গিত করছে যে, একই প্রক্রিয়ার অংশ এই জীবন ও মৃত্যু। গানটি বলছে যে, আসল জয় হয় মানুষের ও মানবতারই, কারণ জন্ম ও মৃত্যু নির্ভর করছে মানুষেরই উপর।