×


বাউল গান, গাইছেন খ্যাতনামা বাউল স্বর্গীয় তারক ক্ষ্যাপা

স্বর্গীয় তারক ক্ষ্যাপা

‘আমি একজন পাগল পেলাম না’, এই গানটিতে খোঁজা হচ্ছে দিব্যোন্মাদ, ভাবোন্মাদ কাউকে। মানুষ ধনের জন্য, মানের জন্য, প্রেমের জন্য পাগল হয়। কিন্ত সেইসব মানুষেরা জাগতিক মায়ায় মত্ত, তারা কেউই যথার্থ পাগল নয়। মানবসমাজে দিব্যোন্মাদ ব্যক্তি খুব কমই দেখা যায়। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব ছিলেন তেমনই একজন ব্যতিক্রমী মানুষ। রাধার প্রেমে কৃষ্ণও ছিলেন তেমনই এক পাগল। আবার দেবাদিদেব মহাদেব – তিনিও পাগল। তিনি মোষে চড়েন, গলায় সাপের মালা পরেন, আবার ভিক্ষা করেন – যদিও তাঁর স্ত্রী অন্নপূর্ণা।




Close Bitnami banner
Bitnami