‘কৃষ্ণ প্রেম সুখের ধান ভানা’ এই গানটির রচয়িতা অনন্ত গোঁসাই। রাধার প্রেক্ষিতে কৃষ্ণের প্রতি প্রেম ব্যক্ত করা হচ্ছে এই গানটিতে। রূপক-অলঙ্কারের মাধ্যমে ব্যক্ত করা হচ্ছে তত্ত্বের কথা। কৃষ্ণপ্রেম যেন অনুরাগের ঢেঁকিতে সুখের ধান ভানা। সেই ঢেঁকি রয়েছে মানবদেহে। দেহতত্ত্বের গূঢ় কথা এক রহস্যময় ভাষায় ও ছন্দে ফুটে উঠছে এই গানটিতে, শব্দ বুনে বুনে শ্রোতার মানসপটে চিত্রিত হচ্ছে একের পর এক পরাবাস্তব চিত্রকল্প, আর সমস্তটা মিলিয়ে যেন বাউল দর্শন মালা গেঁথেছে গানটির সুরে সুরে।