ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে যে কাওয়ালি প্রচলিত সেগুলি গাওয়া হয় ঊর্দু ভাষায়। কিন্তু বহু বছর ধরে বাংলাতেও বাংলা ভাষায় গাওয়া কাওয়ালি গান প্রচলিত। বাংলা কাওয়ালি সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গ থেকে অবলুপ্তির পথে চলেছিল। কিন্তু নদিয়া জেলার গোরভাঙার কিছু ফকিরের উদ্যমে বর্তমানে তা পুনরুজ্জীবিত হয়েছে। সেখানকার কিছু ফকিরের কণ্ঠেই এই কাওয়ালি গানটি পরিবেশন করা হয়েছে।