×


রিসোর্স সেণ্টার

২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গোরভাঙায় একটি বাউল ফকিরি রিসোর্স সেন্টার চালু হয়েছে। এইখানে শুধু বাউল ফকিরি গানের প্রশিক্ষণ, তালিম ও কর্মশালাই নয়, গুরু-শিষ্য পরম্পরার বহতা ধারা অনুসারে গুরু থেকে শিষ্যের মধ্যে বাউল গান ও দর্শনের প্রবাহ বজায় রাখার আয়োজনও হয়। এই গুরু শিষ্য পরম্পরা বাউল ফকিরি ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ দিক। ২০১১ থেকে ২০১৭ অবধি বাউল ফকিরি উৎসবের স্থানও ছিল গোরভাঙার রিসোর্স সেন্টার ও তার সংলগ্ন এলাকা। এই রিসোর্স সেন্টারে থেকে সেখানে প্রশিক্ষণ নেওয়া ও কর্মশালায় অংশগ্রহণ করার বন্দোবস্তও রয়েছে। ঐতিহাসিকভাবে, গোরভাঙা ফকিরি সাধনার একটি ঐতিহ্যবাহী পীঠস্থান।

বাউল ফকিরির প্রশিক্ষণ, তালিম ও কর্মশালার জন্য আরও একটি এলাকা গড়ে উঠেছে পশ্চিম বর্ধমানে পানাগড়ের কাছে সাতকাহনিয়া গ্রামের একটি অংশে। জীব-বৈচিত্রে পরিপূর্ণ এই অঞ্চলটির নাম ‘তেপান্তর’। ২০১৮ ও ২০১৯ সালে বাউল ফকিরি মেলার আয়োজন হয় এই ‘থিয়েটার ভিলেজ’ তেপান্তরেই। এছাড়াও পূর্ব বর্ধমানের বন নবগ্রামেও দ্রুত গতিতে গড়ে উঠছে একটি বাউল ফকিরি প্রশিক্ষণ ও কর্মশালার উপযোগী জায়গা।

Folk Art Centre

রিসোর্স সেন্টারে অনুষ্ঠান
গোলঘরে গান-বাজনা
স্থানীয় মানুষদের গান শুনতে জমায়েত
খৈবর ফকির হারমোনিয়াম বাজাচ্ছেন
রিসোর্স সেন্টারের ইমারৎ
গোল ঘরে বাউল অনুষ্ঠান
রিসোর্স সেন্টারে ফকির গান
আলাপচারিতায় বাউল ফকিরেরা
আখরায় বাউলেরা
রঙে সেজেছে রিসোর্স সেন্টার

কর্মশালা

অভিজ্ঞতা




Close Bitnami banner
Bitnami