পোশাক

সেই অর্থে বাউলদের কোনো নির্দিষ্ট পোশাক বা পোশাকবিধি নেই।কিন্ত কুষ্টিয়া, মুর্শিদাবাদ এবং নদীয়াতে সাদা এবং কালো আলখাল্লার ব্যবহার বেশি দেখা যায়। এঁদের অনেকে আবার নানা রঙের কাপড়ের টুকরো দিয়ে তৈরি রঙিন আলখাল্লা ব্যবহার করেন। মুর্শিদাবাদের ফকিররা অনেক সময়েই পরেন সাদা বা কালো আলখাল্লা। বীরভূম, বাঁকুড়া ও বর্ধমানের বাউলরা পরেন গেরুয়া রঙের আলখাল্লা। মহিলা বাউলরা অনেক সময় বা গেরুয়া শাড়ি পরেন।