বাউল ফকিরি গানের একটি প্রধান অঙ্গ হল উৎসব ও মেলা। এই ঐতিহ্যের অন্যতম অংশ মহোৎসব ও সাধুসেবা। উৎসব ও মেলার অনেকগুলি ভাগ থাকে যেমন, সকালের গান বা প্রভাতী, উৎসব শেষের অনুষ্ঠান বা মিলন ইত্যাদি। পশ্চিমবঙ্গের গ্রামবাংলায় অনেকগুলি ঐতিহ্যবাহী বাউল মেলা হয় – যেমন, বীরভূমে জয়দেব-কেঁদুলির মেলা, বর্দ্ধমানে অগ্রদ্বীপের মেলা বা বাঁকুড়ায় সোনামুখির মেলা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে হয় সরকারি বাউল মেলা। এছাড়া, ২০১১ সাল থেকে বাংলানাটক ডট কম-এর আয়োজনে প্রতি বৎসর বাউল ফকিরি মেলা হচ্ছে। বর্তমানে এই মেলা হয় পূর্ব বর্ধমান জেলার বননবগ্রাম আশ্রমে। নদিয়ার গোরভাঙ্গা ও মুর্শিদাবাদের জলঙ্গিতেও বাউল ফকিরি গানের উৎসব হয়। এইসব মেলা ও উৎসবে সংগীতপ্রেমী মানুষরা যোগ দিতে পারেন।
Ripples Festival Season 2, held between 3rd and 5th December 2021 in the Bardhaman district of West Bengal was organized in partnership with the British Council India. The festival aimed to promote cultural heritage, rural cultural tourism and strengthen grassroots creative enterprises and help local artists adapt to new ways of working with their audiences […]
The Baul Fakir Mela 2021 was held in Bannabagram Baul Ashram from 26th to 28th November. Around 180 Bauls and Baulanis from five districts of West Bengal – Nadia, Murshidabad, Bardhaman, Birbhum and Bankura – came and celebrated their love for music. Continually affected by the pandemic, this mela was a breath of fresh air […]
‘স্থিতিশীল অর্থনীতির জন্য সৃজনশীল বছর’কে স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে, ব্রিটিশ কাউন্সিল-এর সহযোগিতায় বাংলানাটক ডট কম গত ১৫-১৭ জানুয়ারি, ২০২১ আয়োজন করেছিল রিপলস ফেস্টিভ্যাল – রাঢ়বঙ্গের আনন্দ উৎসব। এই উৎসবের লক্ষ্য ছিল শান্তিকেতন এবং সংলগ্ন এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য এবং গ্রামীণ সাংস্কৃতিক পর্যটনের প্রচার ও প্রসার। রিপলস ফেস্টিভ্যাল তৃণমূল স্তরের সৃজনশীল উদ্যোগগুলিকে শক্তিশালী করতে এবং শিল্পীদের সঙ্গে স্থানীয় […]
The Urkult Festival in Näsåker, a small village in Sweden with about 600 inhabitants celebrates folk and world music with both domestic and international elements. The 27 th edition of the World Music Festival Urkult was held this year from August 3rd to August 5th in which innumerous musicians from all around the world partook. […]
WOMEX, is an international networking platform for the world of music industry held each year in a city of Europe. This year it was held from Oct 19-Oct 23, 2022 in Lisbon, Portugal. This international platform brings together professionals from the worlds of folk, roots, ethnic and traditional music and also includes concerts, conferences and […]
উরকুল্ট একটি তিন দিন ব্যাপী গানের উৎসব যাতে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ যোগদান করেন। সুইডেনের উত্তরে নাসাকের নামের একটি গ্রামে উরকুল্ট নামের একটি অলাভজনক সংস্থা এই উৎসবের আয়োজন করে। ২০১৭ সালে এই উৎসব অনুষ্ঠিত হয় ২রা থেকে ৪ঠা অগাস্ট। এই অনুষ্ঠানে যোগদান করেন পশ্চিমবঙ্গের তিনজন বাউল শিল্পী – বীরভূমের রিনা দাস, মুর্শিদাবাদের খোকন দাস […]
কালারস অফ অস্ট্রাভা হল একটি আন্তর্জাতিক গানের উৎসব। নানান ঘরানার গানের অনুষ্ঠান হয় এই উৎসবে। ২০০২ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয় এই উৎসব। ২০১৭ সালে এই উৎসবের আয়োজন হয় ১৯ থেকে ২২শে জুলাই। পশ্চিমবঙ্গের বাউল শিল্পী ভজন দাস বৈরাগ্য, মোহন তাঁতি ও খোকন দাস অংশগ্রহণ করেন এই উৎসবে। উৎসবের মূল মঞ্চ গং অডিটরিয়ামে ২২শে […]
ফ্রান্স-এর নোয়োন-এ ১০ম ইন্টারন্যাশনাল ফোকলোর ফেস্টিভাল আয়োজিত হয় জুলাই-এর ৪ থেকে ৮ ২০১৭তে। এই উৎসবে ভারত থেকে ৮জন সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। এই দলের ৩জন সদস্য ছিলেন পশ্চিমবঙ্গের বাউল শিল্পী। তাঁরা হলেন – নদিয়া জেলার সুভদ্রা শর্মা ও গোপেন দেবনাথ এবং বর্ধমানের গিরিশ মণ্ডল। চিন, রোমানিয়া, চিলে ও ফ্রান্স থেকে শিল্পীদল অংশগ্রহণ করে এই […]
পোল্যাণ্ড-এর ‘এথনো ক্র্যাকাও’ বা ‘ক্রসরোডস’ মিউজিক ফেস্টিভাল অনুষ্ঠিত হয় ৫ থেকে ৮ই জুলাই ২০১৭তে। মধ্য ইউরোপ-এর এটি একটি প্রধান সঙ্গীত উৎসব। বিশ্বের নানান প্রান্ত থেকে গায়ক ও গান-বাজনার দল উপস্থিত হয় এই উৎসবে। গানের বিভিন্ন ঘরানা ও বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যর মিলনস্থল এই উৎসব। চার্চ অফ সেন্ট ক্যাথরিন অফ আলেক্সান্দ্রিয়া, গ্যালিশিয়া জিউইশ মিউজিয়ম, ক্র্যাকাও ক্লাব, উওলনিকা […]
২০১৭ সালের কোপেনহেগেন ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভাল আয়োজিত হয় ৭ই থেকে ৯ই সেপ্টেম্বর তারিখে। উৎসবের মূল লক্ষ্য ছিলো ইউরোপের সাংস্কৃতিক বিবিধতার উদযাপন এবং সাংস্কৃতিক আদানপ্রদান। ভারত, রাশিয়া, চিন, ক্যুবা, ব্রাজিল, মরোক্কো এবং বল্টিক দেশগুলি থেকে শিল্পীরা যোগদান করেন এই ফেস্টিভালে। পশ্চিমবঙ্গ থেকে গানের দল ‘ফোকস অফ বেঙ্গল’ উৎসবে অংশগ্রহণ করে। দলের সদস্য ছিলেন বাবু ফকির, গোপি […]
অক্টোবর ২০১৭-এ নরওয়ের ট্রন্ডহেইম-এ ট্র্যান্সফর্ম ফেস্টিভাল-এ পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণ করে তিন সদস্যের একটি দল। এই দলে ছিলেন বাউল শিল্পী গিরিশ মণ্ডল। তাঁর গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
‘আদি’ নামের একটি সংস্থা ফ্রান্সের ব্রিটানি-র মোর্লো কমিউনে আর্মর ইন্ডিয়া ফেস্টিভালের আয়োজন করে। ২০১৮ সালে এই উৎসবে পশ্চিমবঙ্গ থেকে গানের দল ফোকস অফ বেঙ্গল অংশগ্রহণ করে। দলের নেতৃত্বে ছিলেন বীরভূমের বাউল শিল্পী রিনা দাস বাউল। সঙ্গে ছিলেন বাউল শিল্পী দিবাকর দাস, ঢোলক বাদক সজীব সরকার ও বাঁশিবাদক শুভ্রকমল চট্টোপাধ্যায়। শিল্পিরা ৩টি অনুষ্ঠানে তাঁদের নৃত্যগীত পরিবেশন […]
আন্তর্জাতিক ভাবে সে সব সাংস্কৃতিক ঐতিহ্য আজও মিলিয়ে যায় নি এই আধুনিক পৃথিবী থেকে, প্রতি বছর সে সবের প্রদর্শনী হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি-তে অবস্থিত ন্যাশানাল মল অব দি ইউনাইটেড স্টেটস-এ অনুষ্ঠিত স্মিথসনিয়ান ফোক লাইফ ফেস্টিভাল-এ। ২০১৮ সালে এই উৎসবে ২৬শে জুন থেকে ১৫ই জুলাই অবধি অংশগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের বাউল শিল্পী গিরিশ মণ্ডল ও রবি […]
জার্মানির কার্লসরুহে-তে ১৪ই এবং ১৫ই ফেব্রুয়ারি ২০১৮-এ অনুষ্ঠিত ইন্ডিয়া সামার ডে’স ফেস্টিভাল-এ উপস্থিত ছিলো ‘ফোকস অফ বেঙ্গল’ গানের দল। দলের নেতৃত্ব দিয়েছিলেন লোকসঙ্গীত শিল্পী দেবলীনা ভৌমিক এবং দলের অন্যান্য সদস্য ছিলেন বাউল শিল্পী সুমন্ত দাস বাউল, মোহন তাঁতি এবং খোকন দাস। উপস্থিত দর্শক ও সঙ্গীতবোদ্ধাদের উচ্ছ্বসিত প্রশংসা পায় এই গানের দলের অনুষ্ঠান।
ফ্রান্সের এই অনবদ্য উৎসব ফেস্টিভাল ইন্টারন্যাশনাল দ্যু ফোকলোর দ্যু নোয়োন অনুষ্ঠিত হয়েছিল ৫ থেকে ৯ই জুলাই ২০১৭ তে।
সুইডেনের উরকুল্ট উৎসব বিশ্বব্যাপী লোকশিল্পের ও লোকগানের এক উদযাপন যাতে সমগ্র বিশ্ব থেকে শিল্পীরা আসেন অংশগ্রহণ করতে।