×


history

বাউল ফকিরি গান হল ঐক্য, সমতা ও নিজেকে খোঁজার দর্শন। বাউল ফকিরি গানের বাণী আমাদের বলে, সমস্ত সংকীর্ণতা ও গণ্ডির ঊর্দ্ধে উঠে সেই ঈশ্বরের সন্ধান করতে যিনি আমাদের মধ্যেই বিরাজ করছেন।

ঈশ্বরকে অন্য কোথাও খুঁজো না। খোঁজো এই মানবদেহে। তবেই তুমি তাকে পাবে, উপলব্ধি করতে পারবে। চিনতে পারবে নিজেকেও। গানের ভিতর দিয়ে আবহমান কাল ধরে এই মন্ত্রোচ্চারণ করে চলেছেন বাউল ফকিররা। সারা বিশ্ব যখন বিভিন্ন রকম বিভাজনের দ্বারা আক্রান্ত, যেমন অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক এবং জাতিগত, তখন বাউল ফকিরদের সহজ তন্ত্র বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে শান্তির বার্তা। এই গানের শক্তিকে বহুদিন আগেই আবিষ্কার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর অনেক গান বাউল গানের দ্বারা প্রভাবিত। সহজ কথা, মন ছোঁয়া সুর, সঙ্গে একতারা, দোতারা, ঢোল, খঞ্জনি, বাঁশি ডুবকির বোলে মজেছে সারা বিশ্ব। মূলধারার মিউজিকও এখন কুর্নিশ করে জায়গা দিচ্ছে বাউল-ফকির গানকে। এই গানের শিল্পীরা প্রান্তিক মানুষ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকেন এরা। মূলত বীরভূম, বর্দ্ধমান, বাঁকুড়া, নদীয়া, মুর্শিদাবাদ জেলায় বাউল-ফকিরদের বাস।

Bengali version



Close Bitnami banner
Bitnami