×


বাউল ফকিরি গানের একটি প্রধান অঙ্গ হল উৎসব ও মেলা। এই ঐতিহ্যের অন্যতম অংশ মহোৎসব ও সাধুসেবা। উৎসব ও মেলার  অনেকগুলি ভাগ থাকে যেমন, সকালের গান বা প্রভাতী, উৎসব শেষের অনুষ্ঠান বা মিলন ইত্যাদি। পশ্চিমবঙ্গের গ্রামবাংলায় অনেকগুলি ঐতিহ্যবাহী বাউল মেলা হয় – যেমন, বীরভূমে জয়দেব-কেঁদুলির মেলা, বর্দ্ধমানে অগ্রদ্বীপের মেলা বা বাঁকুড়ায় সোনামুখির মেলা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে হয় সরকারি বাউল মেলা। এছাড়া, ২০১১ সাল থেকে বাংলানাটক ডট কম-এর আয়োজনে প্রতি বৎসর বাউল ফকিরি মেলা হচ্ছে। বর্তমানে এই মেলা হয় পূর্ব বর্ধমান জেলার বননবগ্রাম আশ্রমে। নদিয়ার গোরভাঙ্গা ও মুর্শিদাবাদের জলঙ্গিতেও বাউল ফকিরি গানের উৎসব হয়। এইসব মেলা ও উৎসবে সংগীতপ্রেমী মানুষরা যোগ দিতে পারেন।

দশম বাউল ফকিরি উৎসব নভেম্বর ২০১৯

বাউল ফকিরি মেলা

তেপান্তর
নভেম্বর 30, 2018
আরও জানুন
1 2 3



Close Bitnami banner
Bitnami