বাদ্যযন্ত্র

বাউল গানের অনুষ্ঠানে ব্যবহৃত হয় ঐতিহাসিক ও আঞ্চলিক বৈচিত্রপূর্ণ নানা ধরণের বাদ্যযন্ত্র। এর মধ্যে রয়েছে একতারা, দোতারা, ডুবকি, ঢোল, খঞ্জনি, করতাল, বাঁশি, খমক, গাবগুবি ইত্যাদি। রবীন্দ্রনাথ শেষের বাদ্যযন্ত্রটির নাম দিয়েছিলেন আনন্দলহরী। অঞ্চল ভেদে এসব যন্ত্র ব্যবহারের বৈচিত্র্য রয়েছে। যেমন, খমক ব্যবহৃত হয় মূলত বীরভূম, বাঁকুড়া, বর্ধমানে। ডুগি-তবলার ব্যবহার বীরভূম ও বর্ধমান জেলাতেই বেশি দেখা যায়। বাংলা কাওয়ালি গান পরিবেশনের ক্ষেত্রে মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় হারমোনিয়াম ও ডুগি-তবলা ব্যবহারের চল আছে।