উপভাষার ব্যবহার
মহাজনদের লেখা নানা পদ বহু বাউল নানা উপভাষায় গেয়ে থাকে। এই উপমহাদেশের পূর্ব প্রান্তের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাউল ঐতিহ্য প্রচলিত। ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বারেন্দ্র ও রাঢ় অঞ্চলে বিশেষত গঙ্গার দক্ষিণ দিকের নদীয়া, কুষ্টিয়া, কুমিল্লা প্রভৃতি জেলাগুলিতে, বাউল প্রভাব রয়েছে। এই এলাকাগুলি থেকে অনেক বিখ্যাত পদকর্তা উঠে এসেছেন। বাংলার নানা উপভাষায় গান লিখেছেন তাঁরা। যাঁরা এই গানগুলি গেয়ে থাকেন তাঁরাও তা স্থানীয় ভাষাতেই পরিবেশন করেন। কারণ এই উপভাষাতেই কথা বলেন তাঁরা। এর ফলে গানগুলিতে একটা বৃহত্তর ভাষাগত বৈচিত্র্য তৈরি হয়েছে।