দক্ষতার প্রসার
আখড়া নির্ভর শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাউলদের গুরু শিষ্য পরম্পরা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। বাউল গুরুরা তাঁদের দর্শন ও সংগীত শিক্ষা প্রসারের কাজ চালান এইসব আখড়া থেকে। আখড়া হল ঐতিহ্যবাহী জ্ঞান ও বাউল-ফকিরি তত্ত্ব শেখার জায়গা। ভবিষ্যতের শিক্ষার্থীদের গুরুরা মন্ত্র দেন এবং এই প্রক্রিয়ার মাধ্যমে নতুনরা গুরুর শিষ্য হয়। বাউল মতাদর্শ দর্শন ও গান সহ একটা জ্ঞান পদ্ধতি হলেও মৌখিকভাবে পরবর্তী প্রজন্মের মধ্যে প্রবাহিত হয়। এটা পারিবারিকভাবে ছড়ায় না, শুধুমাত্র আখড়ার মাধ্যমে গুরু শিষ্য পরম্পরার মধ্যে দিয়েই বিস্তার লাভ করে।