দর্শন

বাউল দর্শন (আত্মানুসন্ধান ও জাগতিক আকাঙ্খা থেকে মুক্তি) প্রচারিত হয় গান এবং আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, প্রেমতত্ত্ব, ভক্তিতত্ত্ব, পরমতত্ত্ব, সাধনতত্ত্ব, নবীতত্ত্ব, গৌরতত্ত্ব ইত্যাদি তত্ত্বের মাধ্যমে। বাউল দর্শন এই উপমহাদেশে মধ্যযুগের ভক্তি আন্দোলনেরই ফসল। তাই এর মূলে আছে প্রেমধর্মের উদযাপন, বর্ণ, ধর্ম, জাতি, শ্রেণির ভেদ মুছে ফেলার ডাক। এই দর্শনের মধ্যে আমরা শুধু বৌদ্ধ, বৈষ্ণব এবং ইসলাম ধর্মের মিলনই নয়, বাংলার তথাকথিত নিম্নবর্ণের মানুষদের ভাবনা ও বিচারের নানা দিক দেখতে পাই।