রীতি-রেওয়াজ

অনুষ্ঠানের জন্য বাউলরা টাকা অথবা উপহার বা থাকা খাওয়া ইত্যাদি পরিষেবা নেন। এর সঙ্গে যুক্ত ঐতিহ্যবাহী বিষয়গুলি হল : মাধুকরী, সাধুসেবা । মাধুকরী বহু প্রাচীন এক প্রথা। কথাটার আক্ষরিক অর্থ মধু আহরণ। প্রাচীন বৌদ্ধ এবং জৈন শ্রমণরা এবং বৈষ্ণবদের কিছু উপ-সম্প্রদায়ের মানুষরা এই রীতি মানতেন। এর থেকেই হয়তো বাউলরা গান গেয়ে বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করার ব্যাপারটা নিয়েছিলেন। এক বা একাধিক ভক্তের উদ্যোগে আয়োজিত সাধুসেবা ও মহোৎসবে বহু বাউল এক হয়ে গান করেন, তত্ত্ব আলোচনা করেন।