ইন্ডিয়া সামার ডেস ফেস্টিভাল, জার্মানি, জুলাই ১৪-১৫, ২০১৮
জার্মানির কার্লসরুহে-তে ১৪ই এবং ১৫ই ফেব্রুয়ারি ২০১৮-এ অনুষ্ঠিত ইন্ডিয়া সামার ডে’স ফেস্টিভাল-এ উপস্থিত ছিলো ‘ফোকস অফ বেঙ্গল’ গানের দল। দলের নেতৃত্ব দিয়েছিলেন লোকসঙ্গীত শিল্পী দেবলীনা ভৌমিক এবং দলের অন্যান্য সদস্য ছিলেন বাউল শিল্পী সুমন্ত দাস বাউল, মোহন তাঁতি এবং খোকন দাস। উপস্থিত দর্শক ও সঙ্গীতবোদ্ধাদের উচ্ছ্বসিত প্রশংসা পায় এই গানের দলের অনুষ্ঠান।