ইন্টারন্যাশনাল ফোকলোর ফেস্টিভ্যাল, ফ্রান্স, জুলাই ৪-৮, ২০১৭

ফ্রান্স-এর নোয়োন-এ ১০ম ইন্টারন্যাশনাল ফোকলোর ফেস্টিভাল আয়োজিত হয় জুলাই-এর ৪ থেকে ৮ ২০১৭তে। এই উৎসবে ভারত থেকে ৮জন সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। এই দলের ৩জন সদস্য ছিলেন পশ্চিমবঙ্গের বাউল শিল্পী। তাঁরা হলেন – নদিয়া জেলার সুভদ্রা শর্মা ও গোপেন দেবনাথ এবং বর্ধমানের গিরিশ মণ্ডল। চিন, রোমানিয়া, চিলে ও ফ্রান্স থেকে শিল্পীদল অংশগ্রহণ করে এই উৎসবে। উৎসবের স্থান ছিলো প্যারিস থেকে ১০০ কিলমিটার দূরে অবস্থিত কমিউন নোয়োন। এছাড়াও নোয়োন-এর পার্শ্ববর্তী কিছু কমিউন-এ-ও এই উৎসবের নানান অনুষ্ঠান আয়োজিত হয়। সেই কমিউনগুলি হল রোয়্যে, রেতোঁদ, বের্লাঁক্যুর, হ্যাম ও ক্লেরয়। ভারতীয় প্রতিনিধি দল ৪ঠা জুলাই নোয়োন ক্যাথিড্রাল-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনী করে। এর পরে রোয়্যে ও রেতোঁদ-এ তাঁরা অনুষ্ঠান করেন ৩০০০-এর-ও বেশি দর্শকের সামনে। এই সমস্ত অনুষ্ঠান দর্শকদের দ্বারা প্রশংসিত ও সমাদৃত হয়।