উরকুল্ট ফেস্টিভাল, সুইডেন, অগাস্ট ২-৪, ২০১৮
উরকুল্ট ফেস্টিভাল ২০১৮-এ ‘বাউলস অফ বেঙ্গল’ দলের অংশ হিসেবে সুইডেনে যান তরুণ বাউল শিল্পী সাধু (তপন কুমার দাস) ও কাঙাল (তন্ময় দাস) এবং ঢোলক বাদক খোকন দাস। সঙ্গে ছিলেন লোকগানের শিল্পী দেবলীনা ভৌমিক এবং সেই দলের নেতৃত্ব দেন লোকগানের আরেক শিল্পী দীপান্বিতা আচার্য। তাঁদের লোক ও বাউল গানের পরিবেশনা উপস্থিত দর্শকদের মন জয় করে। সুইডেনের জাতীয় রেডিও থেকে তাঁদের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়।