উরকুল্ট ফেস্টিভাল, সুইডেন, অগাস্ট ২-৪, ২০১৭

উরকুল্ট একটি তিন দিন ব্যাপী গানের উৎসব যাতে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ যোগদান করেন। সুইডেনের উত্তরে নাসাকের নামের একটি গ্রামে উরকুল্ট নামের একটি অলাভজনক সংস্থা এই উৎসবের আয়োজন করে। ২০১৭ সালে এই উৎসব অনুষ্ঠিত হয় ২রা থেকে ৪ঠা অগাস্ট। এই অনুষ্ঠানে যোগদান করেন পশ্চিমবঙ্গের তিনজন বাউল শিল্পী – বীরভূমের রিনা দাস, মুর্শিদাবাদের খোকন দাস ও বাঁকুড়ার মোহন তাঁতি। ৪ঠা অগাস্ট তাঁরা নাসাকের-এ ২০০০-জন দর্শকের সামনে তাঁদের সঙ্গীত পরিবেশন করেন। বাউল গানের ধারা ও দর্শন নিয়ে বাউল শিল্পীদের সাথে উপস্থিত দর্শকেরা আলাপ আলোচনা করেন।