রহিম চিত্রকর (ট্রেজারার)
১০ বছর বয়স থেকে পট আঁকছেন রহিম চিত্রকর। এখন তাঁর বয়স ৪০। তিনি ঐতিহ্যগত বাংলা স্টাইল-এ পট আঁকতে পছন্দ করেন। তিনি ত্যাঁড় শিল্প নিয়ে পৌঁছে গিয়েছেন জাপান ও বাংলাদেশে। পিংলার এই পটশিল্পী রাজ্য পুরস্কার এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় পুরস্কার প্রাপ্ত।