বাংলা কাওয়ালি, কীর্তন ও বাউল ফকিরি গানের এক পারদর্শী গায়ক বাবু, নিজের এলাকার অল্পবয়সী ছেলেমেয়েদেরও নিয়মিত শেখান। নিজের রাজ্য পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে এবং আন্তর্জাতিক অনুষ্ঠানের মঞ্চে একাধিকবার গিয়েছেন. বিদেশে যেসব জায়গায় তিনি গান পরিবেশন করেছেন তার মধ্যে লন্ডনের টেগোর সোসাইটি, লিভারপুলের মিলাপ ফেস্টিভ্যাল (২০১০), লন্ডনের আনন্দ উৎসব (২০১০), বারবিক্যান ফেস্টিভ্যাল – লন্ডন (২০১১), প্যারিস (২০১১), এথনোমিউসিকোলোজি ওয়ার্কশপ – জেনিভা, সুইজারল্যান্ড (২০১১), দামাস্কাস (২০১২), আই টি বি বার্লিন – জার্মানি (২০১৩), কোপেনহেগেন ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল (২০১৭) অন্যতম।
২০১২-তে দামাস্কাসে আয়োজিত 'দামাস্কাস ফেস্টিভ্যাল অফ স্পিরিচুয়াল এন্ড রিলিজিয়াস মিউজিক'-এ বাবু ফকির অংশ নিয়েছিলেন। এই দলে ছিলেন নদীয়া জেলার বিখ্যাত সব বাউল ফকির গায়করা। তাঁদের অনুষ্ঠান সেখানকার দর্শকদের মুগ্ধ করে।
বাবু ফকির, অর্জুন ক্ষ্যাপা ও মোহন তাঁতি ২০১৩ সালে জার্মানির বার্লিনে আইটিবি-র অনুষ্ঠানে গেয়েছেন। বাউল ফকির গায়করা ছৌ নাচ ও পটচিত্র শিল্পীদের সঙ্গে পরম্পরাগত সাংস্কৃতিক ঐতিহ্যের অবস্থানকে বোঝানো হয়েছিল।
২০১৭-র সেপ্টেম্বরে বাবু ফকির, গোপী ক্ষ্যাপা, মোহন তাঁতি ও রিনা মন্ডলের সঙ্গতে কোপেনহেগেন ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালে প্রতিনিধিত্ব করেন। ইউরোপের সাংস্কৃতিক বৈচিত্র ও বিনিময় ছিল এই অনুষ্ঠানের অন্যতম দৃষ্টিকোণ যেখানে ভারত, ব্রাজিল, রাশিয়া, কিউবা, চীন, মরোক্কোর অতিথিরাও অংশ নেন। বাংলার এই দলটি মূলত বাংলার লোকগানের বৈচিত্র ও পারস্পরিক ঐতিহ্যের যে ঐশ্বর্য্য সেই চলার পথকেই সেখানে দেখান।