খৈবর ফকির নদিয়ার গোরভাঙা গ্রামে ফকির থাকেন। সেখানে তাঁর নিজের একটি আশ্রম আছে। শুধু গান নয়, জানেন নানান বাদ্যযন্ত্র বাজাতে। পশ্চিমবাংলার গ্রাম-শহর ছাড়িয়ে ভারতের বহু বড় শহরে গানের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, গেয়েছেন বিদেশেও। দূরদর্শন বাংলাতে সপ্তাহান্তের অনুষ্ঠানে তাঁর গান সম্প্রচারিত হয়েছে।খৈবর ফকির দিল্লি, গোয়া, মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটক, বিহার, ওড়িশায় গান পরিবেশন করেছেন। ভারতের বাইরে ২০১২ সালে ফ্রান্স ও সিরিয়া, ২০১৫-তে আবার ফ্রান্স এবং অনেকবারই বাংলাদেশে অনুষ্ঠান করেছেন। সিরিয়ায় দামাস্কাস ফেস্টিভ্যাল অফ স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস মিউজিকে অংশ নিয়েছেন।
২০১২-র 'দামাস্কাস ফেস্টিভ্যাল অফ স্পিরিচুয়াল এন্ড রিলিজিয়াস মিউজিক'-এ খৈবর ফকির যোগদান করেন। দলে নদিয়ার গোরভাঙার অন্যান্য শিল্পীরা ও সুভদ্রা বাউলানিও বাংলার এই প্রতিনিধি দলে ছিলেন যেটি বিপুলভাবে প্রশংসিত হয়েছিল।
খৈবর ফকির ২০১৫-তে ফ্রান্সের গানাত ফেস্টিভালে অংশ নেন। এই আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যালের ৪২তম বর্ষ উদযাপন ছিল। ৭-২৬ জুলাই, ২০১৫ সেখানকার দর্শকরা বাংলার বাউল ফকিরি গান শোনেন।