×


রিনা দাস

সংগীত পরিবেশনে সামগ্রিক দক্ষতার কারণে রীনা দাসকে অনায়াসেই আজকের বাউল গানের রানী বলা যেতে পারে।

রীনা দাস বীরভূমের একজন জনপ্রিয় বাউল গানের শিল্পী। পরিবারের মধ্যে গানের চর্চায় বড় হয়েছেন, গান শিখেছেন ঠাকুর্দার কাছে যিনি একজন গুণী লোকশিল্পী ছিলেন। রীনার স্বামী দিবাকর দাস নিজেও বীরভূমের একজন গুণী ও সুপরিচিত শিল্পী যাঁর কাছ থেকেও তিনি গানের তালিম পেয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে গান গেয়েছেন, পুরস্কৃত হয়েছেন। ১৯৯৮-৯৯ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমির রাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। ২০১৫-তে এলাহাবাদের ‘ভারত লোক রং মহোৎসব’-এ ফোক আর্ট মাস্টার পুরস্কার জিতেছেন। ২০১৯ সালে পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বিশেষ সম্মান।রীনা দাস সারা পশ্চিমবঙ্গ ও ভারতের বহু জায়গায় গান গেয়েছেন। ভারতের মধ্যে যেমন দিল্লি, মুম্বাই, চেন্নাই, গোয়া, দমন, দিউ, রাজস্থানের বিভিন্ন গানের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ফ্রান্স, সুইডেন ও বাংলাদেশেও গান গেয়েছেন।

Performances

রিনা দাস

রিনা দাস

সংগীত পরিবেশনে সামগ্রিক দক্ষতার কারণে রীনা দাসকে অনায়াসেই আজকের বাউল গানের রানী বলা যেতে পারে।

Rina Das

Rina Das

Rina Das has performed internationally in France and Sweden.

Rina Das Baul

Rina Das Baul

Ja ja sokhi ja phirey ja

Vibrant Moments

the artist




Close Bitnami banner
Bitnami