×


সুভদ্রা শর্মা

সুভদ্রা শর্মা নদিয়া জেলার একজন গুণী বাউলানি ।

সুভদ্রা নদিয়ার একজন গুণী বাউলানি এবং তিনি এলাকার একজন জনপ্রিয় গায়িকা। ‘বাউলানির গান’ নামের অ্যালবামে তাঁর অনেক গান পাওয়া যাবে। ইটিভি, তারা বাংলা-র মত জনপ্রিয় টেলিভিশিন চ্যানেল ছাড়াও বাংলা দূরদর্শনে গান পরিবেশন করেছেন। ‘সাধনা’ নামের তথ্যচিত্রে তাঁকে দেখা যাবে, শোনা যাবে তাঁর জীবনের সাধনার কথা।সুভদ্রা শর্মা ভারতের বিভিন্ন গ্রাম ও শহরে গানের আসরে গান গেয়েছেন। মহারাষ্ট্র, গোয়া, আসাম, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও ভারতের প্রায় সব বড় শহরে তাঁর গান গাওয়ার অভিজ্ঞতা আছে। বিদেশের বেশ কিছু অনুষ্ঠানেও গান গেয়েছেন। গেছেন বাংলাদেশ, সিরিয়া, ফ্রান্স ও জাপান। ২০১২ সালে সিরিয়ার ‘দামাস্কাস ফেস্টিভ্যাল অফ স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস মিউজিক’-এ নেতৃত্ব দিয়েছেন। ২০১১ সালে জাপানের ‘নমস্তে ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ অংশ নিয়েছেন। তিনি ২০১৫-তে ফ্রান্সের গ্যানো ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করেছেন।

Performances

সুভদ্রা শর্মা

সুভদ্রা শর্মা

সুভদ্রা শর্মা নদিয়া জেলার একজন গুণী বাউলানি ।

Vibrant Moments

the artist

সুভদ্রা শর্মা

৯৯৩২২০৫৫৪৮    

সুভদ্রা শর্মা    




Close Bitnami banner
Bitnami