×


তন্ময় দাস (কাঙাল)

কাঙাল ক্ষ্যাপা জয়দেব-কেঁদুলির এক উদীয়মান তারকা শিল্পী।

তন্ময় দাস ওরফে কাঙালের জন্ম বীরভূমের কেঁদুলিতে। কেঁদুলির ঐতিহ্যবাহী গানের পরম্পরায় কাঙালের বড় হয়ে ওঠা। দশ বছর বয়সেই গানের সঙ্গে বাদ্যযন্ত্রের তালিম নিয়েছেন স্বর্গীয় বাউল গুরু এবং তাঁর বাবা তারক ক্ষ্যাপার কাছে। গান ছাড়াও একতারা, দোতারা, খমক, গাবগুবি, খোল, হারমোনিয়াম বাজাতে পারদর্শী কাঙাল ক্ষ্যাপা। গ্রাম, মেলা, শহর ছাড়িয়ে আন্তর্জাতিক গানের আসরেও তাঁর অবাধ যাতায়াত। সুইডেন উরকুল্ট ফেস্টিভ্যাল, ২০১৮ এবং ২০১৯-এ পরপর দু’বার অংশ নিয়েছেন। এছাড়াও ২০১৮-তে হাঙ্গেরি এবং ২০২০-তে লন্ডনের ফেস্টিভ্যালে অংশ্রহণ করেছেন।

Performances

তন্ময় দাস (কাঙাল)

তন্ময় দাস (কাঙাল)

কাঙাল ক্ষ্যাপা জয়দেব-কেঁদুলির এক উদীয়মান তারকা শিল্পী।

Vibrant Moments

the artist

তন্ময় দাস (কাঙাল)

৭৬০২২১৮৫৩৬    

কাঙাল ক্ষ্যাপা    




Close Bitnami banner
Bitnami