গানের পদ
মহাজনদের রচিত পদ বা গানগুলির সাধারণ অর্থের পাশাপাশি একটা অন্তর্নিহিত অর্থও রয়েছে। সাধারণভাবে মহাজন অর্থে যিনি টাকা ধার দেন, কিন্ত বাউল-ফকিররা গীতিকার বা পদকর্তাকে বলেন মহৎ যে জন অর্থাৎ মহাজন। কারণ মহাজনদের টাকা ধার দেওয়ার মতই এই পদকর্তারাও তাঁদের রচনা ধার দেন। তাঁদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ স্বরচিত গানের পদ। এই পদগুলির নানা স্তরের অর্থ রয়েছে। পদের ওপরকার অর্থটা সাধারণ শ্রোতাদের জন্য। অন্যদিকে এর অন্তঃস্থলে রয়েছে দীক্ষিত শিষ্যদের আত্ম-উপলদ্ধির জন্য মূল দার্শনিক তত্ত্ব, গুরু আশ্রিত হলে তাঁর কাছ থেকে শিষ্যরা এই তত্ত্ব পেয়ে থাকেন।