×




সবুজ ক্ষেতে ঘেরা একটা জায়গা আর মনছোঁয়া গান, এই হল আপনার গোরভাঙা। কলকাতা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরত্বে নদীয়া জেলার এই জায়গাটি একদিনের সফরের জন্য আদর্শ। প্রকৃতি এবং ফকিরদের গানের সঙ্গে দু’এক দিন চমৎকার কেটে যেতে পারে।

ভ্রমণ পিপাসুরা গুসকরার কাছে আউশগ্রামের বননবগ্রাম বাউল-ফকির আশ্রমেও যেতে পারেন। আশ্রম হল একটা শিক্ষাকেন্দ্র। এখানে সবসময় ১ থেকে ৩ জন গুরু ও ৫ থেকে ৩০জন শিষ্যকে পেয়ে যাবেন। তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন বাউল-ফকির দর্শন ও গান সম্পর্কে নানা কথা। বাউল-ফকিররা এই আশ্রমে অতিথিদের সহজ জীবন ও একসাথে থাকার আদর্শে উৎসাহ দেন।

কেউ ইচ্ছে করলে বর্ধমানের তেপান্তর নাট্যগ্রামে তিনদিন ব্যাপী বার্ষিক বাউল-ফকির উৎসবেও অংশ নিতে পারেন। প্রকৃতির মাঝে বাউল-ফকিরি গান শুনতে  শুনতে কেটে যাবে সময়, উৎসাহীরা গায়কদের নানাধরণের বাদ্যযন্ত্রগুলি সম্পর্কেও জেনে নিতে পারেন। এই উৎসবের আয়োজন করেন বাউল-ফকিররাই।

শিল্পীদের একসঙ্গে থাকার উদযাপনের ডিজিটাল স্টোরি দেখুন।

কীভাবে বাউল-ফকির উৎসবে যোগ দিতে পারেন তা জেনে নিন

ফোক আর্ট সেন্টারের পেজটিতে অন্যান্য পর্যটকরা কী বলেছেন তা জেনে নিন






Close Bitnami banner
Bitnami