[:bn]সুইডেনের উরকুল্ট উৎসব বিশ্বব্যাপী লোকশিল্পের ও লোকগানের এক উদযাপন যাতে সমগ্র বিশ্ব থেকে শিল্পীরা আসেন অংশগ্রহণ করতে।[:] আরও পড়ুন
[:en]Started from 2014, the Salföldi Dalföld Music Festival is one of the prominent village music festivals of Hungary. A four-member Folks of Bengal team led by Debalina Bhowmick won the hearts of audiences at the music festival held on 7 and 8 July 2018. The team also comprised Sumanta Das Baul, Mohan Tanti and Khokon Das.[:bn]ফ্রান্সের এই অনবদ্য উৎসব ফেস্টিভাল ইন্টারন্যাশনাল দ্যু ফোকলোর দ্যু নোয়োন অনুষ্ঠিত হয়েছিল ৫ থেকে ৯ই জুলাই ২০১৭ তে।[:] আরও পড়ুন
জার্মানির কার্লসরুহে-তে ১৪ই এবং ১৫ই ফেব্রুয়ারি ২০১৮-এ অনুষ্ঠিত ইন্ডিয়া সামার ডে’স ফেস্টিভাল-এ উপস্থিত ছিলো ‘ফোকস অফ বেঙ্গল’ গানের দল। দলের নেতৃত্ব দিয়েছিলেন লোকসঙ্গীত শিল্পী দেবলীনা ভৌমিক এবং দলের অন্যান্য সদস্য ছিলেন বাউল শিল্পী সুমন্ত দাস বাউল, মোহন তাঁতি এবং খোকন দাস। উপস্থিত দর্শক ও সঙ্গীতবোদ্ধাদের উচ্ছ্বসিত প্রশংসা পায় এই গানের দলের অনুষ্ঠান। আরও পড়ুন
আন্তর্জাতিক ভাবে সে সব সাংস্কৃতিক ঐতিহ্য আজও মিলিয়ে যায় নি এই আধুনিক পৃথিবী থেকে, প্রতি বছর সে সবের প্রদর্শনী হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি-তে অবস্থিত ন্যাশানাল মল অব দি ইউনাইটেড স্টেটস-এ অনুষ্ঠিত স্মিথসনিয়ান ফোক লাইফ ফেস্টিভাল-এ। ২০১৮ সালে এই উৎসবে ২৬শে জুন থেকে ১৫ই জুলাই অবধি অংশগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের বাউল শিল্পী গিরিশ মণ্ডল ও রবি […] আরও পড়ুন
‘আদি’ নামের একটি সংস্থা ফ্রান্সের ব্রিটানি-র মোর্লো কমিউনে আর্মর ইন্ডিয়া ফেস্টিভালের আয়োজন করে। ২০১৮ সালে এই উৎসবে পশ্চিমবঙ্গ থেকে গানের দল ফোকস অফ বেঙ্গল অংশগ্রহণ করে। দলের নেতৃত্বে ছিলেন বীরভূমের বাউল শিল্পী রিনা দাস বাউল। সঙ্গে ছিলেন বাউল শিল্পী দিবাকর দাস, ঢোলক বাদক সজীব সরকার ও বাঁশিবাদক শুভ্রকমল চট্টোপাধ্যায়। শিল্পিরা ৩টি অনুষ্ঠানে তাঁদের নৃত্যগীত পরিবেশন […] আরও পড়ুন
অক্টোবর ২০১৭-এ নরওয়ের ট্রন্ডহেইম-এ ট্র্যান্সফর্ম ফেস্টিভাল-এ পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণ করে তিন সদস্যের একটি দল। এই দলে ছিলেন বাউল শিল্পী গিরিশ মণ্ডল। তাঁর গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আরও পড়ুন
২০১৭ সালের কোপেনহেগেন ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভাল আয়োজিত হয় ৭ই থেকে ৯ই সেপ্টেম্বর তারিখে। উৎসবের মূল লক্ষ্য ছিলো ইউরোপের সাংস্কৃতিক বিবিধতার উদযাপন এবং সাংস্কৃতিক আদানপ্রদান। ভারত, রাশিয়া, চিন, ক্যুবা, ব্রাজিল, মরোক্কো এবং বল্টিক দেশগুলি থেকে শিল্পীরা যোগদান করেন এই ফেস্টিভালে। পশ্চিমবঙ্গ থেকে গানের দল ‘ফোকস অফ বেঙ্গল’ উৎসবে অংশগ্রহণ করে। দলের সদস্য ছিলেন বাবু ফকির, গোপি […] আরও পড়ুন
পোল্যাণ্ড-এর ‘এথনো ক্র্যাকাও’ বা ‘ক্রসরোডস’ মিউজিক ফেস্টিভাল অনুষ্ঠিত হয় ৫ থেকে ৮ই জুলাই ২০১৭তে। মধ্য ইউরোপ-এর এটি একটি প্রধান সঙ্গীত উৎসব। বিশ্বের নানান প্রান্ত থেকে গায়ক ও গান-বাজনার দল উপস্থিত হয় এই উৎসবে। গানের বিভিন্ন ঘরানা ও বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যর মিলনস্থল এই উৎসব। চার্চ অফ সেন্ট ক্যাথরিন অফ আলেক্সান্দ্রিয়া, গ্যালিশিয়া জিউইশ মিউজিয়ম, ক্র্যাকাও ক্লাব, উওলনিকা […] আরও পড়ুন
ফ্রান্স-এর নোয়োন-এ ১০ম ইন্টারন্যাশনাল ফোকলোর ফেস্টিভাল আয়োজিত হয় জুলাই-এর ৪ থেকে ৮ ২০১৭তে। এই উৎসবে ভারত থেকে ৮জন সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। এই দলের ৩জন সদস্য ছিলেন পশ্চিমবঙ্গের বাউল শিল্পী। তাঁরা হলেন – নদিয়া জেলার সুভদ্রা শর্মা ও গোপেন দেবনাথ এবং বর্ধমানের গিরিশ মণ্ডল। চিন, রোমানিয়া, চিলে ও ফ্রান্স থেকে শিল্পীদল অংশগ্রহণ করে এই […] আরও পড়ুন
কালারস অফ অস্ট্রাভা হল একটি আন্তর্জাতিক গানের উৎসব। নানান ঘরানার গানের অনুষ্ঠান হয় এই উৎসবে। ২০০২ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয় এই উৎসব। ২০১৭ সালে এই উৎসবের আয়োজন হয় ১৯ থেকে ২২শে জুলাই। পশ্চিমবঙ্গের বাউল শিল্পী ভজন দাস বৈরাগ্য, মোহন তাঁতি ও খোকন দাস অংশগ্রহণ করেন এই উৎসবে। উৎসবের মূল মঞ্চ গং অডিটরিয়ামে ২২শে […] আরও পড়ুন